Naogaon Welfare Association

May 20, 2025

11:59 PM

অদম্য মেধাবৃত্তি- ২০২৫

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন ।

অদম্য মেধাবৃত্তি- ২০২৫
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক অসচ্ছল অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে। 

আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৫ ইং ।

বৃত্তি প্রদানের তারিখ- ঈদুল আযহার তৃতীয় দিন।

বৃত্তি প্রদানের  স্থান- নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন ।
 
নওগাঁ জেলা প্রতি উপজেলা থেকে ২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক ভাবে বাছাই করা হবে। চুড়ান্ত ভাবে প্রতি উপজেলা থেকে ১ জনকে এককালীন মেধাবৃত্তি দেওয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রত্যয়নপত্র হোয়াটসঅ্যাপ এ (জনাব মোঃ আবাবিল- 01770820365) জমা দিতে হবে।
প্রত্যয়নপত্রের নমুনা:
"প্রতিষ্ঠানের নাম: [শিক্ষা প্রতিষ্ঠানের নাম]
ঠিকানা: [প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা]
ফোন/ইমেইল: [প্রয়োজনে]
তারিখ: [dd-mm-yyyy]
প্রত্যয়ন পত্র
এতদ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে, [শিক্ষার্থীর নাম], পিতা/মাতা: [পিতার নাম], গ্রাম/পাড়া: [ঠিকানা], [শিক্ষা প্রতিষ্ঠানের নাম]-এর [বিভাগ/বিষয়]-এর নিয়মিত একজন শিক্ষার্থী। বর্তমানে সে [শ্রেণি/সেমিস্টার]-এ অধ্যয়নরত।
আমাদের প্রতিষ্ঠানের নথিপত্র এবং তার অভিভাবকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, শিক্ষার্থীটি আর্থিকভাবে অসচ্ছল। তার পরিবারের মাসিক আয় ......., যা তার শিক্ষা খরচ বহনের জন্য পর্যাপ্ত নয়। ফলে, সে শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন।
বিনীত,
[স্বাক্ষর]
[প্রতিষ্ঠান প্রধানের নাম]
প্রধান/প্রিন্সিপাল
[প্রতিষ্ঠানের নাম]
[সীল]
"
** প্রত্যয়নপত্র জমা না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। প্রত্যয়নপত্রের টেমপ্লেট অনুযায়ী নির্ধারিত তথ্য থাকতে হবে।


যোগাযোগ/ বিস্তারিত- 
ডঃ মোঃ হাবিবুর রহমান (01717127758)
মোঃ মাহফুজুল হক (01738069084)

আয়োজনে- নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন 
ঐক্য যেখানে বিজয় সেখানে

Subscribe Our Newsletter