Naogaon Welfare Association

Jun 09, 2025

11:59 PM

নবীন কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ প্রোগ্রাম

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ।

নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে নবীন কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে ৪৩ তম বিসিএস এর নবীন কর্মকর্তাবৃন্দ, ২০২৪ সালে নিয়োগকৃত সরকারি-বেসরকারি নবীন চাকরিজীবী এবং ২০২২-২০২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত (পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ) নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়া নওগাঁ জেলা প্রতি উপজেলা থেকে ২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিক ভাবে বাছাই করা হবে। চুড়ান্ত ভাবে প্রতি উপজেলা থেকে ১ জনকে এককালীন মেধাবৃত্তি দেওয়া হবে।


তারিখ: আগামী ঈদুল আযহার তৃতীয় দিন,          ভেন্যু- নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ।


সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন সম্মানিত সদস্যদের নিকট থেকে নিম্নোক্ত

পরিমান অনুদান প্রদানের হার নির্ধারন করা হয়েছে।


জনপ্রতি
উপদেষ্টাবৃন্দ সর্বনিম্ন- ৫,০০০/-
নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সর্বনিম্ন- ৫,০০০/-
উপজেলা সমন্বয়কারী সর্বনিম্ন- ৩,০০০/-
আজীবন সদস্য জনপ্রতি সর্বনিম্ন- ২,০০০/-
সাধারণ সদস্য ও অতিথি জনপ্রতি- ১,০০০/-


নিবন্ধনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫ খ্রি.



যোগাযোগ/ বিস্তারিত- 

কোষাধ্যক্ষ: মাহফুজুল হক (০১৭৩৮০৬৯০৮৪)

দপ্তর সম্পাদক: হোসেন আলী ফয়জুল (০১৯২৫৩৪০৮৯৪)


এছাড়া ও অনুদান পাঠানোর মাধ্যম- রকেট/ নগদ/বিকাশ 

কোষাধ্যক্ষ মাহফুজুল হক (০১৭৩৮০৬৯০৮৪), 


আয়োজনে- নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন

ঐক্য যেখানে, বিজয় সেখানে।

Subscribe Our Newsletter