Naogaon Welfare Association

Jun 09, 2025

11:59 PM

নবীন কর্মকর্তা -২০২৫

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ।

শুধুমাত্র  নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য


নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে নবীন কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে ৪৩ তম বিসিএস এর নবীন কর্মকর্তাবৃন্দ, ২০২৪ সালে নিয়োগকৃত সরকারি-বেসরকারি নবীন চাকরিজীবী এবং  ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত (পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ) নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং এর জন্য আবেদন করতে পারবে।


"বি. দ্র: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করবে।"


তারিখ: আগামী ঈদুল আযহার তৃতীয় দিন,          ভেন্যু- নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তন, নওগাঁ।


নিবন্ধন ফি- 


নবীন চাকুরিজীবী- ৩০০ টাকা



নিবন্ধনের শেষ তারিখ: ১৭ মে ২০২৫ খ্রি.


আবেদনের লিংক: নিচের লিংকে ক্লিক করে Sign Up করুণ এবং পেমেন্ট করুন। https://tinyurl.com/nwaeventjob 


যোগাযোগ/ বিস্তারিত- 

কোষাধ্যক্ষ: মাহফুজুল হক (০১৭৩৮০৬৯০৮৪)

দপ্তর সম্পাদক: হোসেন আলী ফয়জুল (০১৯২৫৩৪০৮৯৪)


নিবন্ধন ফি পাঠানোর মাধ্যম- রকেট/ নগদ/বিকাশ 

কোষাধ্যক্ষ মাহফুজুল হক (০১৭৩৮০৬৯০৮৪), 

নিবন্ধন ফি প্রদান না করলে, আবেদন বাতিল বলে গণ্য হবে।


আয়োজনে- নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন

Subscribe Our Newsletter